প্রধান শিক্ষকের বার্তা

পিরোজপুর জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সামগ্রিক নিয়ম কানুন মেনে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এটি পিরোজপুর জেলার সদর উপজেলার জুজখোলা গ্রামের বলেশ্বর নদীর অদুরে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার সেরা ফলাফল অর্জন করে সুনাম কুড়িয়েছে। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির উপর জোর প্রদান করছে। সেই লক্ষে জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সকল কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া প্রযুক্তিজ্ঞান সম্পন্ন মেধাবী শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া ক্লাস, সিটি, এমটি, প্রোগ্রেসিভ রিপোর্ট সবকিছু সফটওয়্যার ভিত্তিক করা হয়েছে। এছাড়া একাউন্টস্, উপস্থিতি-অনুপস্থিতি, ভর্তি প্রক্রিয়া ও অভিভাবকদের সাথে যোগাযোগ প্রভৃতি বিষয়ও সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয়।সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইংরেজি ভাষা শিক্ষা, বিতর্ক ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। যার ফলে প্রতিষ্ঠানটি আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরষ্কারের সম্মান অর্জন করেছে। গাইড টিচিং এই বিদ্যালয়ের অন্যতম একটি বিশেষ দিক। গাইড শিক্ষক নির্ধারণের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ, অভিভাবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে শিক্ষার্থীদের পড়াশোনার তদারকি ও ছুটির কারণ নিশ্চিত হয়ে ছুটি প্রদানে সুপারিশ প্রভৃতি কাজ সম্পন্ন হয়। নিয়মিত অভিভাবক সমাবেশ, আধুনিক পরিবহন ব্যবস্থা, কঠোর শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সুনির্দিষ্ট পাঠ-পরিকল্পনা ও সঠিক মূল্যায়ন পদ্ধতি সবকিছু মিলিয়ে প্রতিষ্ঠানটি অবস্থান করছে এক অনন্য উচ্চতায়। আমি অত্যন্ত আশাবাদী যে, শুধু এ+ রেজাল্ট নয়, বরং আদর্শ মানুষ এবং সুন্দর ও দক্ষ মানবসম্পদ গঠনই আমাদের মূল লক্ষ।

বিশ্বায়নের এ যুগে শিক্ষা হলো একটি জাতির উন্নতির পূর্বশর্ত। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। গুণগত ও মানসম্মত শিক্ষা একটি জাতির জন্য উন্নয়ন ও অগ্রগতি বয়ে আনতে পারে। তাই মানুষ এবং জাতি হিসেবে উন্নত হতে হলে আমাদেরকে অবশ্যই শিক্ষার মান উন্নত করতে হবে। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার যে শিক্ষানীতি প্রবর্তন করেছে, তা সত্যিই সময়োপযোগী। এই শিক্ষানীতি সম্পূর্ণভাবে বাস্তবায়ন হলে আমাদের শিক্ষাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস।

পিরোজপুর জেলার সদর উপজেলায় অবস্থিত জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়, তার প্রতিষ্ঠালগ্ন থেকেই আশানূরূপ সাফল্যের পরিচয় দিয়ে আসছে। সকলের প্রচেষ্টায় আজ এ প্রতিষ্ঠানটি পিরোজপুরের অন্যতম সেরা বিদ্যাপীঠ। জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সুদক্ষ, অভিজ্ঞ, কর্মঠ ও মেধাবী শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের নিরলস অধ্যয়নে জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয় দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সফলতার ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস। আমি এ বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সাফল্য কামনা করছি।

প্রধান শিক্ষক

জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়

Posted in General info.